উল্লাপাড়া ও তাড়াশে মুক্তিযোদ্ধাদের সড়ক অবরোধ
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ মির্জা নাম রাজাকারের তালিকায় প্রকাশ পাওয়ার প্রতিবাদে উল্লাপাড়া ও তাড়াশের মুক্তিযোদ্ধারা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও নাটোর-ঢাকা মহা সড়ক অবরোধ করে রেখেছেন ।
মুক্তিযুদ্ধের সময় এ অঞ্চলে বেসামরিক বাহিনী হিসেবে গড়ে উঠা পলাশডাঙ্গা যুব শিবিরের সর্বাধিনায়ক, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নির্বাচিত সাবেক সভাপতি, মহান জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পীকার, যমুনা সেতু বঙ্গবন্ধু নামকরনের প্রস্তাবক, সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে বার বার নির্বাচিত সাবেক এমপি, প্রয়াত নেতা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ লতিফ মির্জার নাম রাজাকারের তালিকায় প্রকাশ হওয়ার প্রতিবাদে বুধবার সকাল ৯ টায় উল্লাপাড়া শহীদ মিনারে মুক্তিযোদ্ধারা সমাবেশ- মানববন্ধন ও তাড়াশ উপজেলার মুক্তিযোদ্ধারা মহিসলুটিতে ঢাকা-নাটোর মহা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন ।
আগামী কাল সকাল ১০ টায় আঃ লতিফ মির্জার জম্মস্থা উল্লাপাড়ার লাহিরী মহোনপুর রেলওয়ে স্টেশন বাজারে মুক্তিযোদ্ধা- জনতার মানববন্ধন- সমাবেশ করবে ।