উল্লাপাড়া

উল্লাপাড়ার সেই উন্মুক্ত লেভেল ক্রসিংএ বাঁশের গেট লাগানো হয়েছে

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ

অবশেষে ঈশ্বরদী-ঢাকা রেলপথে উল্লাপাড়া সলপ রেলওয়ে স্টেশনের উত্তর পূর্ব পাশে উন্মুক্ত লেভেল ক্রসিংয়ে অস্থায়ীভাবে বাঁশের গেট লাগানো হয়েছে। এখানে নিয়োগ দেওয়া হয়েছে নিয়োগ একজন গেট কিপারকে। বৃহস্পতিবার বিকেলে রেলওয়ের পাকশী ডিভিশন থেকে এ বাঁশের গেট লাগানো হয়। গত ১৫ জুলাই সন্ধ্যায় এই ক্রসিংয়ে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস একটি বর কনেবাহী বিয়ের মাইক্রোবাসকে ধাক্কা দিলে মাইক্রোবাসের ১১ জন মারা যান। এই মাইক্রোতে বর এবং কনেও ছিল। বিয়ের মাত্র আড়াই ঘন্টা পর বর কনেকে একসঙ্গেই চলে যেতে হয়েছে না ফেরার দেশে। সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে পোশাক কারখানার কর্মী রাজন উল্লাপাড়ার এনায়েতপুর গুচ্ছগ্রামের মৃত আব্দুল গফুরের মেয়ে সুমাইয়া খাতুনকে বিয়ে করে মাইক্রোবাসে বাড়ি ফেরার পথে ওই রেলওয়ে ক্রসিংয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাটি বিভিন্ন প্রচারমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয়। ফলে খবরটি রীতিমতো আলোড়ন সৃষ্টি করে। গোটা দেশের মানুষকে এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুর খবরটি পীড়া দেয়। বস্তুতঃ এই ঘটনার পর পশ্চিম রেলওয়ের পাকশী ডিভিশন এখানে অস্থায়ী ভাবে বাঁশের গেট স্থাপন করেন। রেল কর্তৃপক্ষ পাশের রাস্তার যানবাহনের চলাচলের সুবিধার্থে রেল ক্রসিংয়ের দু’পাশের সব গাছপালা কেটে দিয়েছেন। এই লেভেল ক্রসিংয়ে এক গেট কিপারকে নিয়োগ দেওয়া হয়েছে। তার নাম বিপ্লব কুমার দাস। তিনি মাস্টাররোলে সিরাজগঞ্জের কড্ডার মোড়ের লেভেল ক্রসিংয়ে দায়িত্ব পালন করতেন। তাকে সেখান থেকে উঠিয়ে সলপ রেল ক্রসিংয়ে আপাততঃ দায়িত্ব দেওয়া হয়েছে। বিপ্লব কুমার স্থানীয় গণমাধ্যম কর্মীদেরকে জানান, রেল গেটে আশে পাশে কোন হোটেল রেস্টুরেন্ট নেই। একা দায়িত্ব পালন করায় দুরে অবস্থিত খাবার দোকানে যাওয়া সম্ভব হচ্ছে না। ফলে তাকে কষ্ট করতে হচ্ছে।