উল্লাপাড়া

উল্লাপাড়ার সাবেক পৌর মেয়র বেলাল হোসেন কে পুলিশ গ্রেফতার করেছে।

আাজিজুর রহমান মুুুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সাবেক পৌর মেয়র বেলাল হোসেনকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জানুয়ারি-২০১৯) ভোরে সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বেলাল উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি ছিলেন। জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুজ্জামান জানান, নাশকতার মামলায় সাবেক পৌর মেয়র বেলালকে গ্রেফতার করা হয়েছে।