উল্লাপাড়ার শ্যামলী পাড়া বাসস্ট্যান্ডে বাস চাপায় ১ ব্যক্তির মৃত্যু
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ বগুড়া-পাবনা মহাসড়কে উল্লাপাড়ার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে মঙ্গলবার (৮ জানুয়ারি-২০১৯) বিকেলে একটি লোকাল বাসের চাকায় পিষ্ট হয়ে জহুরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান । তিনি উপজেলার চর ঘাটিনা গ্রামের ছাইদুর রহমানের ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ মাহফুজ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জহুরুল ইসলাম উল্লাপাড়ার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা একটি লোকাল বাসে ভিড় ঠেলে ওঠার সময় পা ফসকে পড়ে যান এবং ওই বাসের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। বাসটি তাকে চাপা দিয়ে সময় দ্রুুত পালিয়ে যায়। পুলিশ জহুরুল ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।