উল্লাপাড়ার রামকান্তপুর খেয়া ঘাটে সেতু না থাকায় অভাবনীয় দুর্ভোগ লক্ষাধিক মানুষের
মোঃ আব্দুস ছাত্তার, উল্লাপাড়া প্রতিনিধিঃ
করতোয়া নদীর উপর সেতুর অভাবে অভাবনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার দুটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের । সেতু নির্মান না হওয়ায় বছরের ৬ মাস নৌকায় ও ৬ মাস বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হয় । এতে স্কুল-কলেজ গামী শিক্ষার্থী, অসুস্থ রোগী ও গর্ভবতী মায়েদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে । আর কতৃপক্ষ বলছে সেতু নির্মাণের প্রস্তাবনা দেয়া হয়েছে । অনুমোদন হয়ে এলেই সেতু নির্মান করা হবে ।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা শহর থেকে প্রায় দেড় কিলোমিটার পূর্বে রামকান্তপুর খেয়াঘাটে করতোয়া নদীর উপর একটি সেতু নির্মাণের জন্য স্বাধীনতার পর থেকে স্থানীয় সরকার অধিদপ্তরের কাছে দাবী জানিয়ে আসছে নদীর পূর্ব পাড়ের পঞ্চক্রোশী ও বড়হর ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ ।
সারা দেশ উন্নয়নের জোয়ারে ভাসলেও স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও উন্নয়নের ছোয়া লাগেনি ওই নদীর পূর্ব পাড়ের মানুষদের কপালে । আজও নির্মান হয়নি সেতুটি । তাই করতোয়া নদীর পূর্ব পাড়ের লোকজন ৬ মাস নৌকায় ও ৬ মাস বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে । এতে করে করতোয়া নদীর পশ্চিম পাড়ে দেড় কিলো ও পূর্ব পাড়ে দেড় কিলো বলু ভরা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে স্কুল-কলেজ গামী শিক্ষার্থী, অসুস্থ রোগী ও গর্ভবতী মায়েদের অভাবনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
রামকান্তপুর গ্রামের জুয়েল ও চর কালিগঞ্জ গ্রামের বাবু জানায় এই অঞ্চলের মানুষকে জীবিকা নির্বাহ ও খাদ্যের চাহিদা মেটাতে নির্ভর করতে হয় কৃষির ওপর । একমাত্র কৃষিই এ এলাকার মানুষের প্রধান পেশা । কৃষির সঙ্গে জড়িয়ে ভাগ্য পরিবর্তন করতে গিয়ে বার বার তারা বাধাগ্রস্ত হচ্ছেন একটি সেতুর কাছে । সেতুর জন্য তারা সব সুবিধা ও সঠিক মূল্যপ্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন । তাদের উৎপাদিত শস্য শাক-সবজি নির্দিষ্ট সময়ের মধ্যে উপজেলা শহরে নিয়ে বিক্রি করতে পারছে না এবং তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পারছে না । এ ছাড়াও সেতুর অভাবে এ একার শিক্ষার হার দিন দিন কমে যাচ্ছে । সেতুটি নির্মান হলে উল্লাপাড়া উপজেলা শহর থেকে পার্শ্ববর্তী কামারখন্দ উপজেলা হয়ে জেলা শহরের সাথে যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে এবং সেই সাথে জেলা শহরের সাথে উল্লাপাড়া উপজেলার দূরত্ব প্রায় ১০ কিলোমিটার কমে যাবে ।
পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফিরোজ উদ্দিন জানান দীর্ঘদিন ধরে রামকান্তপুর খেয়া ঘাটে একটি সেতু নির্মাণের জন্য উপজেলা ইঞ্জিনিয়ার অফিসে বারবার ধর্না দিয়েছি । সেতু নির্মান করে দিবে বলে আমাকে বশ্বস্ত করেছে । তিনি আরো জানান এলাকার বৃহত্তর জনগোষ্ঠীর যাতায়ত ও দুর্ভোগ লাঘবের স্বার্থে রামকান্তপুর খেয়া ঘাটে করতোয়া নদীর উপর একটি সেতু নিমার্ণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এমনটাই প্রত্যাশা সুবিধা বঞ্চিত লক্ষাধিক মানুষের।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ আবু সায়েদ জানান করতোয়া নদীর রামকান্তপুর খেয়া ঘাটে সেতু নির্মাণের প্রস্তাবনা দেয়া হয়েছে । অনুমোদন হয়ে এলেই সেতু নির্মান করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
১৩/০৫/২০২৪