উল্লাপাড়ার মনোহারা গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার !
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মনোহারা গ্রামের আছিয়া বেগম (২০) নামের এক মানসিক ভারসাম্যহীন গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ মে -২০১৯) সন্ধ্যার দিকে উপজেলার বড় মনোহারা গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। আছিয়া বেগম ওই গ্রামের নুরনবী হোসেনের স্ত্রী। উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত হোসেন বলেন, আছিয়া বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিকেলে তিনি সবার অজান্তে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সন্ধ্যার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আছিয়ার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার (১৬ মে -২০১৯) ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলার দায়ের করা হবে।