উল্লাপাড়া

উল্লাপাড়ার চালায় প্রেমিক- প্রেমিকার আত্মহত্যার চেষ্টা !

উল্লাপাড়া প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চালা গ্রামের প্রেমিক-প্রেমিকা দু’জনের গভীর প্রেমের সম্পর্ক প্রেমিকার পরিবার মেনে না নেওয়ায় দু’জনই আত্মহত্যার পথ বেছে নেয় গত বিশ্বভালোবাসা দিবসে। এরা হলেন, একই গ্রামের বাবলু আকন্দের ছেলে আব্দুল মালেকের (১৯) সংগে একই গ্রামের বকুল হোসেনের মেয়ে সম্পা খাতুনের (১৭) সাথে প্রায় সাত বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিলো। জানা যায়, মালেক উল্লাপাড়া মার্চেন্টস্ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং চলতি বছরের এস,এস,সি পরীক্ষার্থী। সম্পা এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের ১ম বর্ষের ছাত্রী। উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মেহেদী হাসান উক্ত প্রেমিক যুগলের সাথে কথা বলে জানান, মেয়ের বাড়ি থেকে এদের বিয়ে মেনে না নেওয়ার সিদ্ধান্ত জানালে ছেলে-মেয়ে দু’জন বিশ্ব ভালবাসা দিবসে এক সংগে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। সেই মোতাবেক গত ১৪ ফেব্রুয়ারি বিকেলে সম্পা তার বাড়িতে বিষ পান করে এবং মালেক একই সময় একমুঠো ঘুমের ট্যাবলেট খেয়ে নেয়। রাতেই তাদেরকে আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রায় ৩৬ ঘন্টা চেষ্টার পর রোববার দু’জনেই শংকামুক্ত হয়েছে। মেহেদী হাসান আরো জানান, এই ঘটনার পরেও সম্পার পরিবারে এ বিয়েতে আপত্তি রয়েছে। কাজেই এ যাত্রা প্রেমিক যুগল বেঁচে গেলেও তাদের আত্মহুতির ঝুঁকি রয়েই গেল।