উল্লাপাড়া

উল্লাপাড়ায় ৯ টি পাট গুদামে আগুন, প্রায় ৭ কোটি টাকার ক্ষতি

 

উল্লাপাড়া প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঝিকড়া পাট বন্দরে পাট গুদামে আগুন লেগে ৯ টি পাট গুদামের ১০ হাজার মন পাট ও ৬০ হাজার পাটের বস্তা পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে ।
জানা যায় সোমবার দিবাগত রাত ২ টার দিকে একটি গুদাম থেকে আগুন জলে উঠার পর মুহুর্তের মধ্যে ৯ টি গুদামে আগুন ছড়িয়ে পড়ে । বিষয়টি উল্লাপাড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তাড়া দ্রুত এসে আগুন নিভানোর চেষ্টা করে । পরে সিরাজগঞ্জ, শাহজাদপুর, তাড়াশ, রায়গঞ্জ ও কামারখন্দ উপজেলার ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত ঘটনা স্থলে এসে তারা আগুন নিভাতে শুরু করে । ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টা করে ভোর ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে স্বক্ষম হয় । এই আগুনে ১৪ জন পাট ও পাটজাত পণ্যের ব্যবসায়ীর ৯ টি গুদামে রক্ষিত আসাদুল ও সোহেলের প্রায় ৪ হাজার মন, মকলেছুর রহমান ডাবলুর ২ হাজার মন ও অন্যান্য ব্যবসায়ীদের সহ প্রায় ১০ হাজার মন পাট ও মোঃ শহিদুল ইসলামের পাটের তৈরি প্রায় ৬০ হাজার পাটের বস্তা পুড়ে ছাই হয়ে গেছে । এ আগুনে গুদাম ঘর সহ আনুমানিক প্রায় ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে ।

এ বিষয়ে উল্লাপাড়া পাট বন্দর বনিক সমিতির সভাপতি ও উল্লাপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম আমিরুল ইসলাম আরজু জানান রাত ২ টার দিকে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়ে আগুন লেগেছে । এ আগুনে ৯ টি গুদাম ঘর সহ আনুমানিক ৭ কোটি টাকার পাট ও পাটজাত পণ্য পুড়ে গেছে ।
এ বিষয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মোঃ সারোয়ার খান জানান আগুন লাগার ২০ মিনিটের মধ্যে ঘটনা স্থলে পৌছাই এবং নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করি । পরে আরো ৫ ইউনিটকে খবর দিয়ে নিয়ে এসে মোট ৬ ইউনিট ৩ ঘন্টা চেষ্টা করে ভোর ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে স্বক্ষম হই । এ আগুনে ৯ টি পাট গুদাম ঘর ঘরে রক্ষিত পাট ও পাটজাত পণ্য আগুনে পুড়ে ছাই হয়ে গেছে । এখনোও ক্ষয়ক্ষতির হিসাব করা হয়নি ।

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

০৮/১১/২০২২