উল্লাপাড়ায় ৫ মে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্থগিত হওয়া নির্বাচন আগামী ৫ মে অনুষ্ঠিত হবে। এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রাথীর আবেদনের প্রেক্ষিতে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ২২ এপ্রিল পর্যন্ত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করে দেন । উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন উল্লাপাড়ার সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শফি (চেয়ারম্যান) ও মনিরুজ্জামান পান্না (ভাইস চেয়ারম্যান)। প্রথম ধাপে ১০ মার্চ এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় জানান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু’জন মনোনয়নপত্র জমা দেন। এরা হলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য রিবলী ইসলাম কবিতা ও সলপ ইউপি সদস্য সুমাইয়া পারভীন। কিন্তু যাচাই-বাছাই পর্বে সুমাইয়া পারভীনের মনোনয়নপত্র বাতিল হয়। সুমাইয়া পারভীন হাইকোর্টে রিট করলে আদালত সুমাইয়ার প্রার্থীতা বৈধ ঘোষনা করেন। পরে অপর প্রার্থী রিবলী ইসলাম কবিতা ০৮ মার্চ, ২০১৯ তারিখে হাইকোর্টে আপিল করলে কোর্ট ২২ এপ্রিল, ২০১৯ তারিখ পর্যন্ত উল্লাপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত ঘোষনা করেন। নির্বাচন কর্মকর্তা আরো জানান, ২১ এপ্রিল হাইকোর্টে আপিলের শুনানী অনুষ্ঠিত হয়। এতে সুমাইয়ার প্রার্থিতা বহাল রাখার সিদ্ধান্ত হয়। হাইকোর্টের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে নির্বাচন কমিশন আগামী ৫ মে উল্লাপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদের স্থগিতকৃত নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য করে চিঠি পাঠিয়েছেন ।