উল্লাপাড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস সাত্তার
উল্লাপাড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ করা হয়েছে। উপজেলার বাঁখুয়া গ্রামে সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সোমবার রাতেই উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা হয়েছে। ধর্ষন চেষ্টার শিকার ওই শিশু কন্যার বাবা উল্লাপাড়া থানায় দায়ের করা মামলায় অভিযোগ করেছেন, ঘটনার সময় তার প্রতিবেশী সোরহাব আলীর বখাটে ছেলে সোহাগ (১৫) তার মেয়েকে ফুসলিয়ে তাদের বাড়িতে ডেকে নিয়ে (সোহাগ) ধর্ষনের চেষ্টা করে। এসময় মেয়েটির আর্তচিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এলে সোহাগ পালিয়ে যায়। উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ ইব্রাহিম হোসেন জানান, ধর্ষন চেষ্টার শিকার ওই মেয়েটির ডাক্তারি পরীক্ষা করানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বখাটে সোহাগকে গ্রেফতারের চেষ্টা চলছে।