উল্লাপাড়া

উল্লাপাড়ায় ৪ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

উল্লাপাড়া প্রতিনিধি ঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চার মাসের সাজাপ্রাপ্ত আসামি আটক করেছে উল্লাপাড়া থানা পুলিশ। শনিবার দুপুরে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের কালিয়াকৈর বাজার এলাকা থেকে সাজাপ্রাপ্ত নুর মোহাম্মদ (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি উল্লাপাড়া কালিয়াকৈর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে নুর মোহাম্মদ । গ্রেফতারের সত্যতা স্বীকার করে উল্লাপাড়া মডেল থানার এ,এস,আই মনিরুল ইসলাম বলেন, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এস,আই মোশারফের নেতৃত্বে কালিয়াকৈর বাজার এলাকায় অভিযান চালিয়ে নুর মোহাম্মদ (৪৫) কে গ্রেফতার করা হয়। সে সি,আর মামলার ৪ মাসের সাজাপ্রাপ্ত আসামি এবং দীর্ঘ দিন পলাতক ছিলো। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।