উল্লাপাড়ায় ৩ দিনব্যাপি ঐতিহ্যবাহী পৌষ মেলা ঘোড় দৌড় প্রতিযোগিতা !
উল্লাপাড়া প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বাঁখুয়া গ্রামের মাঠে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ঐতিহ্যবাহী পৌষ মেলা।
মঙ্গলবার (১৫ জানুয়ারি’১৯) বিকেলে উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুস সালেক এ মেলার উদ্বোধন করেন।
বাঁখুয়া গ্রামবাসী প্রতিবছরের মতো এবারও পৌষ সংক্রান্তি উপলক্ষে এই মেলার আয়োজন করেছে। মেলায় রয়েছে শিশু কিশোরদের বিনোদনের জন্য নাগরদোলা, চড়কি, লাঠি খেলা, ষাঁড়ের লড়াই ও ঘোড় দৌড় প্রতিযোগিতা। মেলার দ্বিতীয় দিনে চাটমোহর উপজেলার হান্ডিয়ালস্থল গ্রামের নুরুল ইসলাম, সিংহগাঁতী গ্রামের আয়নুল হক, পূর্বদেলুয়া গ্রামের নুরুল ইসলাম,বেতবাড়ি গ্রামের বাবুসহ অন্ততঃ ২০টি ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। আয়োজক কমিটির আহ্বায়ক শাকিল বাবু জানান, ৩ দিনে অন্ততঃ ৫০টি ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নেবে। মেলায় বিভিন্ন ধরনের গ্রামীন পিঠাসহ নানা ধরনের খাবার সামগ্রী বিক্রি হচ্ছে। এলাকা ও পার্শ্ববর্তী এলাকার প্রায় ৫ হাজার নারী পুরুষ ও শিশু এ মেলায় অংশ নিচ্ছে।