উল্লাপাড়া

উল্লাপাড়ায় হিটস্ট্রোকে যুবকের মৃত্যু

উল্লাপাড়া প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হিটস্ট্রোকে জিল্লুর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার সলপ ইউনিয়নের চর তারাবাড়িয়া গ্রামে নিজ জমির ধানের আগাছা পরিষ্কার করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পরলে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়ায় কোনো উন্নতি দেখা না দিলে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় । মৃত জিল্লুর রহমান চর তারাবাড়িয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে ।
এ বিষয়ে সলপ ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, জিল্লুর রহমান সকালে বাড়ির পাশে নিজ জমিতে ধানের আগাছা পরিষ্কার করতে গেলে প্রচণ্ড রোদে সে অসুস্থ হয়ে পরলে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

৩০/০৪/২০২৪