উল্লাপাড়া

উল্লাপাড়ায় স্বাস্থ্যকর্মীসহ ৮ জন করোনায় আক্রান্ত

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

উল্লাপাড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন উল্লাপাড়া ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ৩ কর্মচারী সহ ৮ জন। এরা হলেন, সিনিয়র নার্স নাজিয়া জাহান (২৫) ও লিপিয়ারা খাতুন (৩৮), আয়া শাহিদা খাতুন (৩৮), উপজেলার ঘিয়ালা গ্রামের জাকারিয়া হোসেন (১৬), বেতকান্দি গ্রামের হারুনর রশিদ (৩১), ছয়বাড়িয়া গ্রামের কোহিনুর (৩৫), হাটদেলুয়া গ্রামের শামীম হাসান (১৭), ঝিকিড়া মহল্লার চিনতা হরন সাহা (৭৩)।

উল্লাপাড়া ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফিরোজ হোসেন তালুকদার জানান, তাদের করোনা উপসর্গ দেখা দিলে গত সোমবার তারা নমুনা দেন। নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ আসে। এদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্ ডাঃ মোঃ আনোয়ার হোসেন জানান, গত ২৪ ঘন্টায় উল্লাপাড়ায় ৮জন করোনায়া আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২ জন সিনিয়র স্টাফ নার্স ও এক জন আয়া রয়েছে । এদের সবাইকে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।