উল্লাপাড়ায় স্কুল শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় বখাটে যুবকের ১৫ দিনের কারাদন্ড
মোঃ আব্দুস ছাত্তার ,উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুল ছাত্রী কে উত্ত্যক্ত করার অপরাধে এক বখাটে যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বেলা ১২ টার দিকে উল্লাপাড়া উপজেলা চত্বরে এইচ,টি,ইমাম বালিকা বিদ্যালয়ের এক ছাত্রী কে উত্ত্যক্ত করার সময় সহপাঠীরা প্রতিবাদ করে এবং সবাই মিলে বখাটে যুবককে আটক করে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মোঃআরিফুজ্জামানের কাছে নিয়ে যায় । উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুজ্জামান স্কুল ছাত্রী কে উত্ত্যক্ত করার অপরাধে মারুফ হোসেন (১৮) কে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড দেয় । মারুফ হোসেন উল্লাপাড়া পৌরসভার বারুইয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান ।