উল্লাপাড়ায় সততা সংঘের উদ্যোগে বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পূর্ণিমাগাঁতী ইউনিয়নে দাদপুর উচ্চ বিদ্যালয় ও ভেংড়ী দাখিল মাদ্রাসা পৃথক পৃথক ভাবে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সততা সংঘের অনুষ্ঠিত হয়েছে বিতর্ক, রচনা ও কবিতা আবৃতি প্রতিযোগিতা। মাদকা শক্তিই যুব সমাজের অবক্ষের প্রধান কারন পক্ষে যুক্তি খন্ডন করে দলনেতা মোছাঃ শাপলা খাতুন দশম শ্রেণী এর বিপক্ষে যুক্তি খন্ডন করে দলনেতা মোঃ আতিকুল ইসলাম দশম শ্রেণী। উভয় পক্ষের যুক্তি খন্ডন বিশ্লেষণ বিচারক মন্ডলী বিপক্ষ দলকে বিজয়ী ঘোষনা করেন। শ্রেষ্ঠ বক্তৃতা হিসাবে পক্ষ দলের মোছাঃ মুর্শিদা খাতুন নবম শ্রেণী,বিপক্ষ দলের দলনেতা মোঃআতিকুল ইসলামকে নির্বাচিত করেন। উপরক্ত বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহন করে দাদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে নৈতিক শিক্ষায় পারে দুর্নীতি প্রতিরোধ করতে বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহন করে ভেংড়ী দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীরদের মধ্যে দলনেতা মোছাঃ সাদিয়া খাতুন দাখিল নবম শ্রেণী পক্ষে, মোছাঃ আদুরী খাতুন দাখিল দশম শ্রেণী বিপক্ষে অবস্থান নেয়। উভয় দলের তর্কবিতর্কে যুক্তি খন্ডনকে চুলচিরা বিশ্লেষন করে বিচারক মন্ডলী পক্ষের দলকে বিজয়ী ঘোষনা করেন।বিপক্ষ দলের দলনেতা মোছাঃ আদুরী খাতুনকে শ্রেষ্ঠ বক্তা হিসাবে নির্বাচিত করেন। রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে মোছাঃআলফা খাতুন দাখিল দশম শ্রেণী,দ্বিতীয় হয়েছে মোছাঃ মিম খাতুন দাখিল নবম শ্রেণী,তৃতীয় হয়েছে মোঃ হাসিবুর রহমান সাদিকুল দাখিল নবম শ্রেণী।