উল্লাপাড়ায় সড়ক পথে যাত্রীরা যন্ত্রনা-দুর্ভোগের শিকার প্রতিদিন
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
হাজারও নারী-পুরুষ- শিশু ও শত শত স্কুল-কলেজের শিক্ষার্থীদের নানা বিড়ম্বনার মধ্যে পথ চলতে হচ্ছে । ইতিমধ্যেই অনেকের কোমড়ের ব্যাথা,পিঠ ব্যাথা, মাথা যন্ত্রনার শিকার হয়ে পড়েছে। বাস-রিক্সা- ভ্যানের ঝাঁকি-ঝাঁকুনিতে দফা-রফা অবস্হা। এ সড়ক পথে চলতে যাত্রীরা যন্ত্রনা-দুর্ভোগের শিকার হচ্ছে প্রতিদিন । মহাসড়ক পথটি চলাচলের সম্পুর্ন অযোগ্য হয়ে পড়েছে ।
এ অবস্থা বগুড়া- নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়ার কাওয়াক মোড় হতে পাইকপাড়া মোড় পর্যন্ত আড়াই কিলোমিটার মহাসড়কের । সড়কটির কার্পটিং- সিলকোর্ট উঠে গিয়ে ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হয়ে চলাচলের সম্পূর্নভাবে অযোগ্য হয়ে পড়েছে দীর্ঘদিন ধরে। এ সড়ক সংলগ্ন উল্লাপাড়া সড়ক উপ-বিভাগীয় প্রকৌশলীর অফিস । কিন্তু সড়কটি দেখার কেও নেই ? দীর্ঘদিন ধরে এ অফিসের উপ-বিভাগীয় প্রকৌশলীর পদটি শুন্য রয়েছে ।
গত তিনদিন ধরে অনবরত বৃষ্টিপাতের ফলে ছোট-বড় আরো অনেক খানাখন্দে ভরে গেছে সমগ্র পথ জুড়েই। গর্তগুলোতে পানি জমে থাকায় বাস- ট্রাকের চাকা পড়তেই ছিটকে আসা কাঁদা পানিতে স্কুল- কলেজ গামী শিক্ষার্থী, শহর- হাট- বাজার ও অফিস মুখী মানুষদের গায়ে লেগে কাপড়ের রংটাই পাল্টে দিচ্ছে । উপায় নেই, ঘুরে ফিরে যেতে হয় বাড়িতে ।
উল্লাপাড়া সড়ক উপ-বিভাগীয় প্রকৌশলীর অফিস থেকে মাঝে মধ্যে দু’-একবার কোন রকমে জোড়াতালি দেয়া হয়েছে ঠিকই কিন্তু তাতে সমস্যার সমাধান হয়নি । বর্তমানে ওই সড়কটির ভয়াবহ অবস্হা । ওই সড়ক দিয়ে চলাচলে বাস- কোচ যাত্রীদের বিড়ম্বনা কম হলেও রিক্সা-ভ্যান যাত্রীদের দুর্বিষহ অবস্হা । এ খানাখন্দের করনে প্রায়ই সড়ক দুর্ঘটনায় জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে । বিষয়টি বিবেচনায় নিয়ে সড়ক বিভাগ গত ৬ মাস আগে উল্লাপাড়া রেলওয়ে ওভার পাস ব্রীজ সহ ৯৩ কোটি টাকা ব্যয়ে ওই মহাসড়কের টেন্ডার আহ্বান করে । টেন্ডার প্রকৃয়া শেষ করে গত ৪ মাস আগে মেসার্স মঈন উদ্দিন বাঁশি নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ করার ওয়ার্ক অর্ডার দেয় । কিন্তু ৪ মাস পার হয়ে গেলেও ওই ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক মেরামত কাজের কোনো মালামাল সাইটে আনেননি । সিরাজগঞ্জ সড়ক বিভাগ থেকে বারবার তাগাদা দিচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না । ওই মহাসড়ক মেরামত কাজের প্রকল্প পরিচালক সড়ক বিভাগের পাবনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী গত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে মেরামত কাজের সাইট পরিদর্শনে আসেন । উল্লাপাড়া রেলওয়ে ওভার পাস ব্রীজের কাজের কোনো রকম অগ্রগতি না হওয়ায় এবং মহাসড়ক মেরামত কাজের সাইটে মেরামত সামগ্রী না থাকায় অসন্তোষ প্রকাশ করেন । এ সময় ওই কাজের প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার মোঃ শাহিন আলম গত ২০ সেপ্টেম্বরের মধ্যে কাজ শুরু করার প্রতিশ্রুতি দেন । নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও ওই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের সাইটে কোনো প্রকার মেরামত সামগ্রী আনা হয় নি । দ্রুত সড়কটির মেরামত কাজ শুরু করে শেষ করতে না পারলে সড়ক দুর্ঘটনায় ব্যাপক জানমালের ক্ষতির আশংকা করছেন এলাকা বাসি ।
এ ব্যাপারে সিরাজগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম প্রাং জানান দ্রুত সড়কটি মেরামতের জন্য ঠিকাদারকে চাপ দেওয়া হচ্ছে ।