উল্লাপাড়া

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-১

 

উল্লাপাড়া প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এ্যাম্বুলেন্সের যাত্রী সুমন মিয়া(১৭) নামের এক যাত্রী নিহত হয়েছে ।

জানা যায় উপজেলার উল্লাপাড়া সদর ইউনিয়নের মাগুড়াডাঙ্গা গ্রাম থেকে মঙ্গলবার রাত ১১ টার দিকে একটি এ্যাম্বুলেন্স পূর্ণিমাগাঁতী হাসপাতালে যাওয়ার পথে পূর্ণিমাগাঁতী-ভেটুয়াকান্দী আঞ্চলিক সড়কের ভেটুয়াকন্দী নামক স্থানে নিন্ত্রন হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায় । এ সময় এ্যাম্বুলেন্সে থাকা দুজন যাত্রীর মধ্যে এক জন উঠতে পারলেও সুমন নামের অপর জন এ্যাম্বুলেন্সের সাথে পানিতে তলিয়ে যায় । পরে তাকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে । সুমন উপজেলার সদর ইউনিয়নের মাগুড়াডাঙ্গা গ্রামের মোঃ আলিম মন্ডলের ছেলে ।

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

২৪/০৫/২০২৩