উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় অনন্ত হলদার নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে । সে উল্লাপাড়া পৌর এলাকার আদর্শ গ্রামের মৃত অনিল হলদারেী ছেলে ।
বুধবার সকালে অনন্ত তাড়াস উপজেলার মইশুটি থেকে মাছ কিনে সিএনজি যোগে উল্লাপাড়ায় আসার পথে উল্লাপাড়া – গয়হাট্রা- তাড়াশ আঞ্চলিক সড়কের উল্লাপাড়া উপজেলার বিনায়েকপুর নামক স্থানে পৌছালে পিছন থেকে সিএনজিকে নছিমন ধাক্কা দিলে সিএনজি থেকে পড়ে চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনা স্থলেই অনন্তর মৃত্যু হয় ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
২৮/০১/২০২৩