উল্লাপাড়ায় সড়ক দুঘর্টনায় নিহত ১ আহত ২
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
রোববার সকাল সাড়ে ৮টার দিকে উল্লাপাড়া-জামতৈল আঞ্চলিক সড়কে সলপ রেলওয়ে স্টেশনের পাশে মিক্সার মেশিনের গাড়ির সঙ্গে যাত্রীবাহী একটি ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আব্দুল খালেক (৪০) নামের এক রাজমিস্ত্রি। একই সঙ্গে আহত হন তার অপর দুই সহকর্মী। খালেক মিক্সার মেশিনবাহী গাড়িতে তার বাড়ি থেকে কড্ডার মোড়ে কাজে যাচ্ছিলেন। তিনি উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের ভেংড়ি গ্রামের বাসিন্দা।
উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক হাফিজুর রহমান জানান, উল্লাপাড়ার পূর্ণিমাগাতী ইউনিয়নের নিহত রাজমিস্ত্রিসহ তার কয়েকজন সহকর্মী মিক্সার মেশিনবাহী গাড়িতে কর্মস্থলে যাবার পথে উক্ত স্টেশনের পাশে যাত্রীবাহী একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। পুলিশ মিক্সার মেশিন গাড়ি ও ভ্যানটি আটক করেছে। এব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় মামলা হয়েছে।