উল্লাপাড়া

উল্লাপাড়ায় সংঘর্ষে আহত মসজিদের মুয়াজ্জিন মারা গেছে

 

উল্লাপাড়া প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ার মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এ্যালংজানী গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আহত দত্তপাড়া এ্যালোংজানি মসজিদের মুয়াজ্জিন মোশারফ হোসেন (৭০) বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ শুক্রবার ভোরে মারা গেছেন । তিনি ওই গ্রামে মৃত কিয়াম উদ্দীনের ছেলে ।

গত ২৩ এপ্রিল রবিবার গ্রামটিতে মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে জামাল উদ্দিন (৩০) নামের এক ব্যক্তি ঘটনার স্থানেই নিহত হন। আহত হয় আরো ৫ জন । আহতদের মধ্যে নিহত জামাল উদ্দিনের পিতা মোঃ মোশারফ হোসেন(৭০) এর অবস্থা সংকটময় হলে তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোরে মারা যায় ।
উল্লাপাড়া মডেল থানার এস আই ইশতিয়াক হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন বগুড়ায় মোশারফ হোসেনের মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। তার লাশ উল্লাপাড়ার এ্যালোংজানি গ্রামের কবর স্থানে দাফন করা হবে ।

এ ঘটনায় নিহত জামাল উদ্দিনের ভাই মোঃ বাবলু হোসেন বাদী হয়ে ৪৫ জনকে আসামী করে গত ২৩ এপ্রিল উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন । ঘটনার দিন দুই মহিলা সহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

২৯/০৪/২০২৩