উল্লাপাড়ায় শান্তির নীড় সোনার বাংলায় ঘর পেলেন ১৫৬ পরিবার
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ার করতোয়া নদীর পাড়ে শান্তির নীড় সোনার বাংলায় ঘর পেলেন ১৫৬ আশ্রয়হীন পরিবার । সোনার বাংলা আশ্রয়ন প্রকল্পে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মূর্যাল স্থাপন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় উল্লাপাড়া উপজেলার ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৩ শ ৪ টি পরিবারকে পুর্নবাসন করা হয়েছে । বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি ভাবে উদ্বোধন করেছেন । পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন ভুমিহীন ও গৃহহীন ৩০৪ টি পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেন ।
এর মধ্যে উল্লাপাড়া পৌর এলাকার এনায়েতপুর করতোয়া নদীর পাড়ে সোনার বাংলা আশ্রয়ন প্রকল্পে ১ শ ৫৬ টি পরিবার, পঞ্চক্রোশী ইউনিয়নের চর কালীগঞ্জ আশ্রয়ন প্রকল্পে ৬৮ পরিবার, উল্লাপাড়া সদর ইউনিয়নের পংরৌহা আশ্রয়ন প্রকল্পে ১১ পরিবার, বড়হর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পে ২২ পরিবার, দূর্গানগর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পে ১৮ পরিবার, বাঙ্গালা ইউনিয়ন আশ্রয়ন প্রকল্পে ১৭ পরিবার, উধুনিয়া ইউনিয়ন আশ্রয়ন প্রকল্পে ৫ পরিবার, পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আশ্রয়ন প্রকল্পে ২ পরিবার, সলঙ্গা ইউনিয়ন আশ্রয়ন প্রকল্পে ২ পরিবার, মোহনপুর ইউনিয়ন আশ্রয়ন প্রকল্পে ২ পরিবার ও রামকৃষ্ণপুর ইউনিয়ন আশ্রয়ন প্রকল্পে ১ পরিবারকে পুর্নবাসন করা হয়েছে । আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া আশ্রয়হীন পরিবারগুলো এখন শান্তির নীড়ে বসবাস করছেন ।
উল্লাপাড়া পৌরসভা এলাকার এনায়েতপুরে সোনার বাংলা আশ্রয়ণ প্রকল্পে প্রথম দফায় ৮৫টি ঘর নির্মাণ করা হয়। এর পর বাকী ঘরগুলো নির্মাণ করা হয়েছে । এ আশ্রয়ণ প্রকল্পে ইটের গাঁথুনির ওপর লাল ও সবুজ টিনের ছাউনিতে ঘরগুলো নির্মাণ করা হয়েছে। এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মূর্যাল স্থাপন করা হয়েছে।
এ আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া প্রতিবন্ধী মোতালেব হোসেনের কথায় অটো রিকশা ভ্যান চালিয়ে সংসার চালান। তিনি খুবই খুশী বসতঘর পেয়ে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন বলেন, উল্লাপাড়া পৌরসভার এনায়েতপুরের আশ্রয়ণ প্রকল্পের নামকরণ করা হয়েছে সোনার বাংলা আশ্রয়ণ প্রকল্প । উপজেলা প্রশাসন থেকে বিভিন্ন ভাবে যাচাই বাছাই করে প্রকৃত গৃহহীন ভূমিহীন ১ শ ৫৬ পরিবারকে পূনর্বাসন করা হয়েছে এবং বাকি ১৪৮ পরিবারকে উপজেলার ১৪ ইউনিয়নে পূর্নবাসন করা হয়েছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি ভাবে উদ্বোধন করেছেন । ঘরের চাবি এদের হাতে তুলে দিয়ে ঘর বুঝে দেয়া হয়েছে ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
২২/০৩/২০২৩