উল্লাপাড়া

উল্লাপাড়ায় লকডাউনে কর্মহীন চা বিক্রেতার কান্না

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দ্বিতীয় ধাপে লকডাউন চলছে । প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় ধাপের লকডাউন কিছুটা ডিলেডালা ভাবে চলছে । প্রশাসন তৎপর থাকলেও মানুষ তা মানছে না । দীর্ঘদিন ধরে লকডাউন চলায় মানুষ কর্মহীন হয়ে পড়েছেন । রুজিরোজগার না থাকায় নিরোপায় হয়ে কেও বেঁছে নিয়েছেন ভ্রাম্যমান চা বিক্রি বা কেও ভ্রাম্যমান আম বা মাছ বিক্রি অথবা প্রশাসনকে পাশ কাটিয়ে দোকানের একটি সাটার খুলে চুপিসারে কেনা-বেচা করে সংসার চালায় ।

এ অবস্থায় পুলিশের আগমন দেখলেই সব ছুটাছুটি করে পালাতে থাকে । কেও আবার সাটার বন্ধ করে দোকানের মাঝেই লুকিয়ে থাকে । চলতি লকডাউনে সবকিছু বন্ধ থাকায় জীবিকা নির্বাহের জন্য উপজেলার চরিয়া গ্রামের বাহার আলী শেখের ছেলে আব্দুস ছালাম বেঁছে নিয়েছেন ভ্রাম্যমান চা বিক্রি । প্রতিদিন ফ্লাক্সে করে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে চা বিক্রি করে রুজিরোজগার করে সংসার চালায় ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উল্লাপাড়া পৌর শহরে চা বিক্রি করার জন্য ফ্লাক্সে করে চা নিয়ে অলি-গলিতে হেটে হেটে চা বিক্রি করতে থাকে । চা বিক্রি করতে সে যখন শহরের বড় মসজিদ সড়কে ডোকে তখন হঠাৎ পুলিশের গাড়ির হর্নের আওয়াজ শুনে পথচারী ও ভ্যান চালকরা দ্রুত পালিয়ে যাওয়ার সময় চা বিক্রেতা আব্দুস ছালামকে একটি ভ্যান ধাক্কা দিলে তার হাতে থাকা ২টি ফ্লাক্স ও একটি বালতিসহ সে মাটিতে পড়ে যায় । ভেঙে যায় তার জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন চায়ের দুটি ফ্লাক্স ও কাপ ।

এ ঘটনায় চা বিক্রেতা আব্দুস ছালাম কান্নাকাটি করতে থাকে । পুলিশ চলে গেলে ঘটনাস্থলের আশে-পাশের লোকজন এগিয়ে এসে তাকে সান্তনা দিতে থাকে ।

বিষয়টি জানতে পেরে উল্লাপাড়ার আউসের প্রতিষ্ঠাতা প্রকৌশলী আব্দুর রহমান মুহূর্তেই চায়ের কাপ এবং ২টি ফ্লাক্স কিনে দেওয়ার ব্যবস্থা করেন ।

এ বিষয়ে উল্লাপাড়া আউসের প্রতিষ্ঠাতা প্রকৌশলী আব্দুর রহমানের সাথে কথা বললে তিনি জানান বিবেকের কাছে বিষয়টি খারাপ লাগায় তিনি অসহায় ওই লোকটির কর্মকরে খাওয়ার জন্য সামান্য সহযোগিতা দেওয়া হয়েছে ।