উল্লাপাড়ায় রবি সষ্য উৎপাদ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলতি রবি মৌসুমে সরিষা, গম, মুসুর, মাসকালাই সহ বিভিন্ন ফসলের বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় উপজেলার প্রায় ১৩ হাজার ৮৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ১০ কেজি ড্যাপ, ১০ কেজি এমপিও সার ও ১ কেজি করে সরিষা বীজ বিনা মূল্যে বিতরণ করা হয়েছে ।
সোমবার দুপরে উল্লাপাড়া উপজেলা চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যের বীজ ও সার বিতরণ করেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম ।
বীজ ও সার বিতরণের আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন এর সভাপতিত্বে আয়োজিত বীজ ও সার বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বাবলু কুমার সুত্রধর, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সুমী প্রমুখ ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
০৯/১০/২০২৩