উল্লাপাড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২০ জন আহত
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাবনা- বগুড়া গামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উল্লাপাড়া উপজেলার পাবনা-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কাঁঠালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উল্লাপাড়া ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা থেকে বগুড়া গামী একটি যাত্রীবাহী বাস সিরাজগঞ্জের উল্লাপাড়ার আঞ্চলিক সড়কের কাঁঠালতলা নামক স্থানে পৌঁছালে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হন। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের তিনটি ট্রিম আহত যাত্রীদের উদ্ধার কাজে অংশ নেয়। এ বিষয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী-পরিচালক আব্দুল হামিদ বলেন,উল্লাপাড়া ফায়ার সার্ভিস থেকে খবর পেয়ে সিরাজগঞ্জ থেকে দ্রুত এসে আমরা উদ্ধার কাজে অংশ গ্রহন করি।