উল্লাপাড়ায় মোমেন আলী বিজ্ঞান স্কুলে লটারির মাধ্যমে ৪ শত শিক্ষার্থী ভর্তির সুযোগ পেলো
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোমেন আলী বিজ্ঞান স্কুলে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে ।
সকাল ৯ টার দিকে আবেনকাটী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল এ লটারি পরিচালনা করেন । এবার ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য ৭ শত ৯৫ জন শিক্ষার্থীর আবেদনের বিপরিতে ৪ শত জন শিক্ষার্থী লটারির মাধ্যমে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ।
লটারির সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মোমেনা আলী বিজ্ঞান স্কুল পরিচালনা কমিটির সদস্য জাহিদুজ্জামান কাকন , প্রধান শিক্ষক রকিবুল ইসলাম প্রমুখ।
মোমেনা আলী বিজ্ঞান স্কুলে ২০২৩ সালে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য মোট ৭শ ৯৫ জন আবেদন করে। এদের মধ্যে সোমবার লটারীতে দুই সেশনে ৪শ’ শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হয়েছে।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ