উল্লাপাড়ায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মসজিদের ইমামদের সাথে মতবিনিময়
উল্লাপাড়া প্রতিনিধি ঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুজিব জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলংগা) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এর সার্বিক সহযোগিতা ও অর্থায়নে উল্লাপাড়া পৌরসভার ৭৪ টি মসজিদে উল্লাপাড়া পৌরসভার মাধ্যমে বাদ যোহর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্নার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করে। এ উপলক্ষ্যে মঙ্গলবার বেলা ১১ টায় পৌর মিলনায়তনে ওই মসজিদ গুলোর ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম.নজরুল ইসলাম বঙ্গবন্ধুর জীবনীর উপর এক মতবিনিময় সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন।
এ সময় পৌর কাউন্সিলর এস.এম আমিরুল ইসলাম আরজু, নজরুল ইসলাম লেবু, আলাউদ্দিন তালুকদার, মনোয়ার হোসেন সরকার, শহিদুল ইসলাম ও মসজিদের ইমাম-মুয়াজ্জিনগন প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে বঙ্গবন্ধুর আত্নার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ধমীয় শিক্ষক মাওঃ মোঃ রুহুল আমিন। পরে মঙ্গলবার বাদ যোহর পৌর শহরের প্রতিটি মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠানের জন্য ২০ কেজি করে মিষ্টি দেয়া হয়। বাদ যোহর মিলাদ-মাহফিল শেষে মুছুল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয় ।