উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে সম্প্রতি প্রকাশিত রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধ কালিন সময় পাক-হানাদার বাহিনীর আতঙ্ক এ অঞ্চলে বেসামরিক বাহিনী হিসেবে গড়ে উঠা পলাশডাঙ্গা যুব শিবিরের সর্বাধিনায়ক আব্দুল লতিফ মির্জার নাম থাকায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উল্লাপাড়া মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধারা । বুধবার সকালে মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার নেতৃত্বে উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে দের শতাধিক বীর মুক্তিযোদ্ধা এ বিক্ষোভ মিছিলে অংশ নেয় । এ সময় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হকের পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে বিক্ষোভ সমাবেশ করেন মুক্তিযোদ্ধারা। সমাবেশে সকল মুক্তিযোদ্ধারা অবিলম্বে এই রাজাকারের তালিকা থেকে মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার নাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বিক্ষোভ সমাবেশে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন পাকিস্তানি বাহিনীর আতঙ্ক এ অঞ্চলে বেসরকারি বাহিনী হিসেবে গড়ে উঠা পলাশডাঙ্গা যুব শিবিরের সর্বাধিনায়ক ও প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার নাম রাজাকারদের তালিকায় রয়েছে এটা সকল মুক্তিযোদ্ধাদের কলঙ্কিত করেছে। আমরা অবিলম্বে এই তালিকা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং সেই সাথে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর অবিলম্বে উল্লাপাড়া বাসীর কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে রোববার উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধারা অবরোধ কর্মসূচি পালন করবে। পলাশডাঙ্গা যুব শিবিরের একজন মুক্তিযোদ্ধা খোরশেদ আলম জানান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার নেতৃত্বে নওঁগা যুদ্ধ হয় এ যুদ্ধে পাক বাহিনীর প্রায় ৫০ জন সৈন্য নিহত হয়েছে। লতিফ মির্জার নেতৃত্বে পলাশডাঙ্গা যুব শিবিরের পাবনা, উল্লাপাড়া এবং তাড়াশ থেকে প্রায় ৬ শতাধিক মুক্তিকামী মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জা যদি রাজাকার হয় তাহলে আমরা পলাশডাঙ্গা যুব শিবিরে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আমরা সবাই রাজাকার।
তিনি আরো জানান এই তালিকা অবিলম্বে প্রত্যাহার এবং আমরা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর পদত্যাগ দাবি জানাচ্ছি। আব্দুল লতিফ মির্জার এক মাত্র মেয়ে সেলিনা মির্জা মুক্তি জানান আমার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা এবং এ অঞ্চলের হাজার মুক্তিযোদ্ধার সর্বাধিনায়ক ছিলেন তিনি । তার নাম রাজাকারের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় আমি, আমার পরিবার ও আমার এলাকা বাসী অবাগ হয়েছি, চরম কষ্ট পেয়েছি । আমার বাবা যদি রাজাকার হয়, তাহলে এ দেশই অবৈধ । এ তালিকা কি ভাবে হলো তার শুস্থ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি ।