উল্লাপাড়ায় মসজিদের ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ৫ তালা ছাদ থেকে ঝাপিয়ে পড়ে বুধবার সকালে আব্দুল খালেক(৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে । সে উপজেলার কয়ড়া ইউনিয়নের দাদপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে ।
গ্রামবাসীদের কাছ থেকে জানা যায় আব্দুল খালেক দীর্ঘদিন ধরে মানোসীক রোগে ভুগছিল । বুধবার সকালে গ্রাম থেকে ৫ কিলোমিটার দুরে উল্লাপাড়া পৌর শহরের নির্মাণাধীন উল্লাপাড়া জামে মসজিদের ৫ তালা ছাদ থেকে ঝাপিয়ে পড়লে ঘটনা স্থলেই তার মৃত্যু হয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।