উল্লাপাড়া

উল্লাপাড়ায় ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

 

উল্লাপাড়া প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারী খাদ্যগুদাম থেকে ৬ হাজার নতুন বস্তা বিক্রির দায়ে উল্লাপাড়া উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোঃ মাসুদ করিম এর বিরুদ্ধে তদন্তের জন্য সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ ফাহাদ ইবনে সালমানকে আহবায়ক করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম । ওই তদন্ত কমিটি আগামী ৩ কার্য দিবসের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ।
উল্লেখ্য গত ১৫ জুন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে উল্লাপাড়া উপজেলা খাদ্যগুদাম থেকে একটি ট্রাকে ৬ হাজার নতুন বস্তা বোঝাই দিয়ে গুদাম থেকে বের হয়ে ২০০ মিটার যাবার পর গোপন সুত্রে খবর পেয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোছাঃ খাদিজা খাতুন ঘটনা স্থলে গিয়ে ট্রাকসহ মালামাল আটক করে । পরে বিষয়টি উপজেলা প্রশাসন থেকে জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানালে জেলা খাদ্য নিয়ন্ত্রক বিষয়টি তদন্তের জন্য ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন । তদন্ত কমিটির আজ রবিবার থেকে তদন্ত কাজ শুরু করেছেন বলে উল্লাপাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম শফিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন ।

বর্তমানে ট্রাক সহ মালামাল উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এর জিম্মায় রয়েছে । বিষয়টি সহকারী কমিশনার( ভুমি) মোছাঃ খাদিজা খাতুন নিশ্চিত করেছেন ।

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

১৮/০৬/২০২৩