উল্লাপাড়া

উল্লাপাড়ায় ব্রীজের মুখবন্ধ করায় ৪শ’ বিঘা ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টির আশংকা

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রামবাসীর সাথে প্রতিহিংসায় এক স্কুল শিক্ষক ব্রীজের মুখবন্ধ করে দেওয়ায় প্রায় ৪ শ বিঘা ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টির আশংকা করছে এলাকা বাসী । ব্রীজের নীচ দিয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেলে মাঠে জলাবদ্ধতার মাধ্যমে ফসলি জমি অনাবাদিতে পরিণত হবে । হুমকির মুখে পড়বে ফসলি জমিগুলো ।

জলাবদ্ধতা নিরসনে জমির মালিকরা স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেওয়ার জোড় দাবি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা আকতার মল্লিক, আব্দুল হামিদ, আলতাব হোসেন ও আবু বকর অভিযোগ করে বলেন, উপজেলার সলঙ্গা ইউনিয়নের আগরপুর গ্রামের সড়কে স্থাপিত ব্রীজের মুখ দিয়ে মাঠ থেকে বর্ষা মৌসুমে বর্ষা ও বৃষ্টির পানি নিষ্কাশন হতো ।

শনিবার সকালে আগরপুর গ্রামের আবু বক্কার মাষ্টার নামের এক প্রভাবশালী ব্যক্তি তার দলবল নিয়ে ব্রীজের মুখ বন্ধ করে দেয় । এতে গ্রামবাসি বাঁধা দিলে ব্রীজের নীচ দিয়ে পানি বের হতে দিবেন না বলে তিনি সাফ জানিয়ে দেন । পানি না গড়লে ফসলের মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হলে জমিগুলো অনাবাদি হয়ে পড়বে । মাঠ থেকে পানি বের হতে না পারলে চরম ক্ষতির মধ্যে পরবে মাঠের জমির মালিকেরা ।

এ ব্যাপারে আবু বক্কার মাষ্টারকে তার মুঠো ফোনের মাধ্যমে জিজ্ঞাসা করলে তিনি জানান, সলঙ্গার আমশড়া নুনিয়ারপাড় নামক স্থানে আগরপুর গ্রামের প্রবেশ পথের পশ্চিম পাশের রাস্তায় গ্রামের কিছু লোক কার্লভাটের মুখ বন্ধ করায় ওই মাঠে তাদের অনেক জমি রয়েছে। পানি বের হতে না পারায় জলাবদ্ধতার সৃষ্টি হয়প জমিগুলো অনাবাদি হয়ে পড়েছে । এতে তাদের ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই তাদের ফসলি জমির মাঠের ব্রীজের মুখ বন্ধ করেছি। তারা খুলে দিলে সেও ব্রীজের মুখ খুলে দেবে ।

এ বিষয়ে উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, ব্যক্তিগত কাজে ব্রীজের মুখ বন্ধ করে পানি চলাচলে বাঁধা দিতে পারে না কেউ। বিষয়টি সম্পর্কে অবগত আছি। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।