উল্লাপাড়া

উল্লাপাড়ায় বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত- ২ 

উল্লাপাড়া প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন ভ্যান যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরও ১ জন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৭ টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের আব্দুল মালেকের ছেলে ফারুক হোসেন (৩২), একই গ্রামের সানোয়ার উদ্দিনের ছেলে মোহাম্মদ রনি হোসেন (২৩)। আহত হারুন অর রশিদ (২৮)  মাগুরাডাঙ্গা গ্রামের সমেশ প্রামাণিকের ছেলে। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, রাতে পাবনা থেকে একটি যাত্রীবাহী বাস কক্সবাজার যাচ্ছিল।  বাসটি ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চালা এলাকায় পৌছলে একটি ব্যাটারি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রী নিহত হয় এবং আহত হয় এক যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া সিরাজগঞ্জ

তাং ২১/০২/২০২৫