উল্লাপাড়ায় বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেল চালকের মৃত্যু
উল্লাপাড়া প্রতিনিধিঃ
মঙ্গলবার বেলা ২ টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে সি-লাইন বাসের চাকার নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। মোটরসাইকেলে থাকা অপর একজন আরোহী আহত হয়েছে।
নিহত ব্যক্তি হলেন ভাঙ্গুরা উপজেলার কাজিটোল গ্রামের গোলাম হোসেনের ছেলে সাগর আলী (১৭) এবং আহত ব্যক্তি হলেন বেলাল হোসেন (১৮)। স্থানীয় লোকজন ঘাতক বাসটি আটক করেছে।
প্রত্যক্ষ্যদর্শী ও উল্লাপাড়া মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার সময় পাবনা থেকে সি-লাইন নামের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল।
শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে বাসটি চাপা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাগর নিহত হন এবং তার সঙ্গে থাকা অপর আরোহী বেলাল হোসেন গুরুত্বর আহত হয়েছে।
আহত ব্যক্তিকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক সয়বুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় জনতার হাতে আটক সি-লাইনের ঘাতক বাসটি পুলিশের জিম্মায় রয়েছে।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
২৮/১১/২০২৩