উল্লাপাড়ায় বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া পৌরসভার নেওয়ারগাছায় জহুরা- মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ে ২ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে চার তালা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ৬৬ লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ে নব নির্মিত ১ তালা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে । শনিবার বেলা ১০টায় এ নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নব নির্মিত ভবন উদ্বোধন করেন উল্লাপাড়া- সলঙ্গার মাটি ও মানুষের নেতা জননেতা জনাব তানভীর ইমাম এম.পি মোহদ্বয়। উদ্বোধনী সভায় বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল বাতেন হীরুর সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন জনাব তানভীর ইমাম এমপি, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, ৮ নং ওয়ার্ডের পৌর কউন্সিলর আলা উদ্দিন তালুকদার, মহিলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মোছাঃ লাভলী পারভীন প্রমুখ ।