উল্লাপাড়ায় বাব-বেটা নিহত হওয়ার ঘটনায় ১ বছর ধরে ৬০ পরিবার গ্রাম ছাড়া
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মসজিদের পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বাব-বেটা নিহত হওয়ার ঘটনায় প্রায় ১ বছর ধরে গ্রাম ছাড়া রয়েছে ৬০ পরিবার । অনাবাদি রয়েছে ২০০ বিঘা জমি । বেদখল হয়ে গেছে ১০০ বিঘা জমি । আসামী না হয়েও ঘর-বাড়ি ছাড়া ৪০ পরিবার । ঘটনার দিন গোলার ধান ও গোয়ালের গরু লুট হয়েছে । ৪৩ আসামীর মধ্যে ৪০ আসামী কোর্ট থেকে জামিন নিয়েও বাদীর ভয়ে বাড়িতে যেতে পারছেন তারা ।
ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এ্যালংজানী গ্রামে । আসামীরা বলছে পুলিশ কর্মকর্তাদের সহযোগিতা চেয়েও কোনো সহযোগিতা পাচ্ছি না । পুলিশ কর্মকর্তারা বলছেন আসামীরা জামিনে আছে । তাদের বাড়ি যাওয়ার আর কোনো বাঁধা নেই । পরিবার নিয়ে পরের বাড়ি ও রেল স্টেশনের প্লাটফর্মে মানবেতর জীবনযাপন করছে বলে অভিযোগ করেন দত্তপাড়া এ্যালংজানি গ্রামের বাড়ি ছাড়া মোঃ নজরুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন সহ অনেকে ।
জামিনে থাকা আসামী ঠান্ডু মোল্লা, আনসার আলী, রুহুল আমিন সরকার জানায় জামিন পেয়েও বাড়িতে যেতে পারছি না বাদী ভয়ভিতি দেখাচ্ছে । আমাদের ২০০ বিঘা জমি অনাবাদি রয়েছে এবং ১০০ বিঘা জমি বাদীরা দখল করে নিয়েছে ।
বাদী বাবলু হোসেন জানায় আসামীরা জামিনে আছে । তাদের বাড়িতে আসায় কোনো বাঁধা দেওয়া বা ভয়ভিতি দেখানো হয়নি ।
গত ২০২৩ সালের ২৪ এপ্রিল গ্রামটিতে মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে জামাল উদ্দিন (৩০) নামের এক ব্যক্তি ঘটনার স্থলেই নিহত হয় । আহত হয় আরো ৫ জন । আহতদের মধ্যে ৫ দিন পর নিহত জামাল উদ্দিনের পিতা মোশারফ হোসেন(৭০) হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যায় ।
এ ঘটনায় নিহত জামাল উদ্দিনের ভাই মোঃ বাবলু হোসেন বাদী হয়ে ৪৩ জনকে আসামী করে গত ২০২৩ সালের ২৪ এপ্রিল উল্লাপাড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন । ঘটনার দিন দুই মহিলা সহ ৯ জনকে গ্রেফতার করে পুলিশ । পরে ১,৩,ও ৪ নং আসামী বাদে ৪০ জন আসামী জামিনে বের হয়ে আসে ।
এ বিষয়ে উপজেলার মহোনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল কালাম আজাদ মক্ক বলেন বিষয়টি শুনেছি যে বাদী বাবলু হোসেনের ভয়ে আসামীরা জামিনে থেকেও তারা বাড়িতে যেতে পারছেন না । তারা পুলিশের সহযোগিতায় বাড়িতে উঠুক । তিনি আরো বলেন সে সহযোগিতা করে বাড়িতে তুলে দিলে আবার যদি অঘটন ঘটে তার দায় ভার নিবে কে ?
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন আসামীরা জামিনে রয়েছেন । তাদের বাড়ি যাওয়ার আর কোনো বাঁধা নেই । কেউ যদি তাদের বাড়ি যাওয়াতে বাঁধা দেয়, পুলিশ সেক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
২৯/০১/২০২৪