উল্লাপাড়ায় বড়হর ইউনিয়ন যুবদলের সভাপতি সাবু গ্রেফতার।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বড়হর ইউনিয়ন যুবদলের সভাপতি শাখওয়াত হোসেন সাবুকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত বোয়ালিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে। জানা যায় করোনা ভাইরাস রোধে সচেতনতা মুলক লিফলেট বিতরনের পাশাপাশি খালেদা জিয়ার নিঃশর্তে মুক্তি চাই লেখা লিফলেট বিতরনের সময় উপজেলার বোয়ালিয়া বাজার এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
উল্লাপাড়া মডেল থানা উপ-পরিদর্শক রিপন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে জানান আটককৃত যুবনেতা বোয়ালিয়া বাজার এলাকায় খালেদা জিয়ার নিঃশর্তে মুক্তি চাই লেখা সম্বলিত লিফলেট বিতরন করছে এমন সংবাদের ভিত্তিতে ঐ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ৬ টি নাসকতার মামলা রয়েছে। সকল আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।