উল্লাপাড়ায় বজ্রপাতে ২ ঘুমান্ত শ্রমিকের মৃত্যু
মোঃ আব্দুস ছাত্তার, উল্লাপাড়া
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার একই গ্রামে বজ্রপাতে ২জন ধানকাটা ঘুমান্ত শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিন শ্রমিক। শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের রামাইলগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক সলংগা থানার রৌহাদহ গ্রামের ফজলার রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৪০) ও মহিরউদ্দিনের ছেলে আব্দুল জব্বার (৩৫)। আহতের মধ্যে দুশ্রমিক জিন্না ও রায়হান আলীকে মুমর্যঅবস্থায় রাতেই সিরাজগঞ্জের একটি বেসরকারীহাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। অপর জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে । উপজেলার বড়পাঙ্গাশী ইউপি চেয়ারম্যান লিটন জানান, উপজেলা রৌহাদহ গ্রাম থেকে ৫ জন শ্রমিক ওই গ্রামের চুক্তিতে ধান কাটতে আসেন। রাতের খাবার খেয়ে শ্রমিকরা রামাইল গ্রামের ধানের খোলায় টিনের সাপরা ঘরে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে তাদের লাশ উদ্ধার করে গ্রামেরবাড়িতে নেওয়া হলে স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে উপজেলা ইউএনও আরিফুজ্জামান জানান, বজ্রপাতে দুই গ্রামের নিহতদের খবর পেয়েছি। ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।