উল্লাপাড়ায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালিত
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে উল্লাপাড়ায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণ করে দিনের কর্মসূচি উদ্বোধন করেন সংসদ সদস্য তানভীর ইমাম। এসময় উল্লাপাড়ার আওয়ামী লীগসহ, উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণ করা হয়।
এ সময় উল্লাপাড়া উপজেলা নিবার্হী কর্মকতা মোঃ আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র এস. এম নজরুল ইসলাম, উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ মীর শাহীন শাহ পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মোঃ মাহবুবুর রহমান ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।