উল্লাপাড়ায় ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৬৬ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। সোমবার ( ৭জানুয়ারী-২০১৯) দুপুরবেলা হাটিকুমরুল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানীর নেতৃত্বে সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয় এসময় ঢাকা-রাজশাহী মহাসড়কে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে ৬৬ বোতল ফেনসিডিলসহ ২ নারী মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়। এরা হলেন, নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার বাদাল চাঁনপুর গ্রামের মোঃ ছানোয়ার হোসেন (২৫), মোছাঃ আলতা বানু (৩৫) ও মোছাঃ সখিনা খাতুন (৩৮)। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, ব্যবসায়ীরা জ্যাকেট ও খেলার এ্যাংলেটের মাধ্যমে নিজেদের শরীরে ফিটিং করে এসব ফেনসিডিলের বোতল সংরক্ষণ করছিলেন। এ ব্যাপারে সলংগা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।