উল্লাপাড়ায় ফসলী জমি থেকে মাটি কাটা বন্ধ করলেন ইউএনও
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফসলী জমি থেকে ও ফুলজোর নদী পুনঃখননের মাটি বিক্রি বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জল হোসেন।
জানা গেছে গত ২০২১-২০২৩ অর্থ’বছরে নদী পুনঃখনন প্রকল্পের আওতায় উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের মধ্যদিয়ে প্রবাহীত ফুলজোর নদীর ২১ কিলোমিটার টেন্ডার প্রকৃয়ার মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড( পাউবো) থেকে নদী পুনঃখন করে । এ সময় ঠিকাদার নদী পুনঃখননের মাটি নদীর দু’পাড়ে ব্যক্তি মালিকানাধীন কৃষি জমিতে রাখা হয়েছিলো । মাটি কোথাও স্থানানস্তর না করায় ওই জমির মালিকেরা কৃষিকার্য করার জন্য সে মাটি তাদের জমিতে ছড়িয়ে- ছিটিয়ে দিয়ে সমান করে সেই জমিতে গত ২ বছর ধরে ধান, আলু, বেগুন সহ বিভিন্ন প্রকার ফসল উৎপাদন করছে কৃষক ।
উপজেলার দূর্গানগর ইউনিয়নের হেমন্তবাড়ি গ্রামে নদী পুনঃখননের সে মাটি ফেলানো জমিতে শীতকালীন ফসল আলু, বেগুন সহ না ফসলের চাষ করা হয়েছে । হঠাৎ গত ৩ দিন আগে ওই ফসলী জমিতে ব্যাকো (এসকেভেটর) মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি শুরু হয় । এ নিয়ে এলাকায় নানা আলোচনা সমালোচনা চলতে থাকে। অভিযোগ উঠে উপজেলার দুর্গানগর ইউপি চেয়ারম্যান আফসার আলীর বিরুদ্ধে । মাটি বিক্রি করার বিষয়টি তার কাছে জানতে চাইলে তিনি এর সাথে জড়িত নেই বলে জানান ।
ফসলি জমি থেকে মাটি কাটার বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জল হোসেন ঘটনা স্থলে জান এবং নদী পুনঃখননের মাটি ফেলানো জমির উপর কৃষকের ফসল বোনা জমি থেকে মাটি কেটে ফসল নষ্ট করায় মাটি বিক্রি করা ও কাটা বন্ধ করে দেন ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন জানান নদী পুনঃখননের মাটি বিক্রির বিষয় জেনে তিনি শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে মাটি বিক্রি ও কাটা বন্ধ করে দিয়েছেন ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
০২/১২/২০২২