উল্লাপাড়ায় প্রায় ৮২কোটি টাকা ব্যয়ে রেলওয়ে ওভারপাস ভিত্তিপ্রস্তর স্থাপন ১৪ জুন
মোঃ আব্দুস ছাত্তার, উল্লাপাড়া থেকেঃ
সিরাজগঞ্জর উল্লাপাড়ায় ১৪ জুন উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এর নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে । সিরাজগঞ্জ-৪(উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম শুক্রবার সকাল ১০ টায় এর নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্থানীয় এইচ টি ইমাম ডিগ্রী কলেজ চত্ত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখবেন। বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া আর.এস বাসষ্ট্যান্ড সংলগ্ন রেল পথের উপর মুল এ ওভারপাস নির্মান করা হবে । উল্লাপাড়া সড়ক-উপ-বিভাগ থেকে জানা যায় ওভারপাসটির দৈর্ঘ্য ২৬৬ দশমিক ৫৭ মিটার। মুল ওভারপাসের উভয় পাশে ৪ দশমিক ৫২ কিলোমিটার এ্যাপ্রাস সড়ক পথ নির্মান হবে । এছাড়া ওভারপাস ঘিরে আলাদা সড়ক পথও থাকছে । এর মোট নির্মান ব্যয় হবে ৮১ কোটি ৭৬ লাখ টাকা । মেসার্স ময়েন উদ্দিন (বাঁশি) লিমিটেড নামের ঠিকাদারী প্রতিষ্ঠান এর নির্মান কাজ করবে । গত ২০১৮ সালের ৮ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনক) বৈঠকে এ প্রকল্পটি অনুমোদন হয়। উল্লাপাড়াবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে স্থানীয় জাতীয় সংসদ সদস্য তানভীর ইমামের একক প্রচেষ্টায় প্রকল্পটি এখন বাস্তবায়ন হচ্ছে । উল্লাপাড়ার রেলপথ হয়ে প্রতিদিন বিভিন্ন গন্তব্যে প্রায় ৩০টি ট্রেন চলাচল করে । এ ওভারপাস নির্মান কাজ বাস্তবায়ন ও চালু হলে বগুড়া-নগরবাড়ি মহাসড়ক উল্লাপাড়া আর.এস এলাকায় সব ধরনের যানবাহন নির্বিগ্নে ও বিরতিহীন ভাবে চলাচল নিশ্চিত হবে । এছাড়া সড়ক যাগাযাগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ব্যবসা বানিজ্য ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে । সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম প্রাং জানান, সিরাজগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে এ প্রকল্পের নির্মান কাজ বাস্তবায়ন করা হচ্ছে ।