উল্লাপাড়া

উল্লাপাড়ায় প্রায় ৮২কোটি টাকা ব্যয়ে রেলওয়ে ওভারপাস ভিত্তিপ্রস্তর স্থাপন ১৪ জুন

মোঃ আব্দুস ছাত্তার, উল্লাপাড়া থেকেঃ

সিরাজগঞ্জর উল্লাপাড়ায় ১৪ জুন উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এর নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে । সিরাজগঞ্জ-৪(উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম শুক্রবার সকাল ১০ টায় এর নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্থানীয় এইচ টি ইমাম ডিগ্রী কলেজ চত্ত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখবেন। বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া আর.এস বাসষ্ট্যান্ড সংলগ্ন রেল পথের উপর মুল এ ওভারপাস নির্মান করা হবে । উল্লাপাড়া সড়ক-উপ-বিভাগ থেকে জানা যায় ওভারপাসটির দৈর্ঘ্য ২৬৬ দশমিক ৫৭ মিটার। মুল ওভারপাসের উভয় পাশে ৪ দশমিক ৫২ কিলোমিটার এ্যাপ্রাস সড়ক পথ নির্মান হবে । এছাড়া ওভারপাস ঘিরে আলাদা সড়ক পথও থাকছে । এর মোট নির্মান ব্যয় হবে ৮১ কোটি ৭৬ লাখ টাকা । মেসার্স ময়েন উদ্দিন (বাঁশি) লিমিটেড নামের ঠিকাদারী প্রতিষ্ঠান এর নির্মান কাজ করবে । গত ২০১৮ সালের ৮ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনক) বৈঠকে এ প্রকল্পটি অনুমোদন হয়। উল্লাপাড়াবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে স্থানীয় জাতীয় সংসদ সদস্য তানভীর ইমামের একক প্রচেষ্টায় প্রকল্পটি এখন বাস্তবায়ন হচ্ছে । উল্লাপাড়ার রেলপথ হয়ে প্রতিদিন বিভিন্ন গন্তব্যে প্রায় ৩০টি ট্রেন চলাচল করে । এ ওভারপাস নির্মান কাজ বাস্তবায়ন ও চালু হলে বগুড়া-নগরবাড়ি মহাসড়ক উল্লাপাড়া আর.এস এলাকায় সব ধরনের যানবাহন নির্বিগ্নে ও বিরতিহীন ভাবে চলাচল নিশ্চিত হবে । এছাড়া সড়ক যাগাযাগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ব্যবসা বানিজ্য ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে । সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম প্রাং জানান, সিরাজগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে এ প্রকল্পের নির্মান কাজ বাস্তবায়ন করা হচ্ছে ।