উল্লাপাড়ায় পৌর বাস টার্মিনালে দুরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
মোঃ আব্দুস ছাত্তার ,উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর বাস টার্মিনাল থেকে ঈদ পরবর্তী ৮ দিন পার হলেও মহাসড়কে চলাচলকারী দুরপাল্লার বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ উঠেছে।
উল্লাপাড়া পৌর বাস টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া দুরপাল্লার বাস, মিনিবাস, সিএনজি ও লেগুনায় যাতায়াতকারী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে । ঈদের দু দিন আগ থেকে ঈদ বোনাসের কথা বলে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। এসব বাহনের কাউন্টারের টিকিট বিক্রয়কারীরা এই অতিরিক্ত ভাড়া আদায় করছে। উল্লাপাড়া পৌর বাস টার্মিনাল থেকে ঢাকাগামী যাত্রী মিজানুর রহমান, শাহ আলম ও পরশ জানান, উল্লাপাড়া থেকে নন এসিতে ৩৮০ টাকা এবং এসি গাড়িতে ৬০০ টাকা ভাড়া নির্ধারণ ছিল।
ঈদ উপলক্ষে সেই ভাড়া নন এসিতে ৫৫০ টাকা ও এসি গাড়িতে ১৫০০ টাকা করে আদায় করা হচ্ছে। এ বিষয়ে শাহজাদপুর ট্যার্ভেলস, পাবনা এক্সপ্রেস, সরকার এক্সপ্রেস, সি-লাইন ও আলহামারা পরিবহন কাউন্টারের টিকিট বিক্রেতারা জানান, বাস মালিকের পক্ষ থেকে ভাড়া নির্ধারন করে দেওয়া হয়েছে। তাদের নির্দেশ মোতাবেক আমরা এই অতিরিক্ত ভাড়া আদায় করছি। উল্লাপাড়া বাস মালিক সমিতির সভাপতি মোজ্জামেল হোসেন বিলু জানান, যেহেতু এই দুরপাল্লার বাসগুলো মালিক পক্ষ নিয়ন্ত্রন করেন। তাই আমাদের ভাড়া বৃদ্ধি এবং কমানোর ব্যাপারে কোন করনীয় নেই।
এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকতার্ মোঃ আরিফুজ্জামান জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়েছি । এ বিষয়ে উল্লাপাড়া বাস মালিক সমিতির সভাতি মোঃ মোজ্জামেল হোসেন বিলুকে দ্রুত অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে । বন্ধ না হলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে ।