উল্লাপাড়ায় পূর্বশত্রুুতার জের ধরে বাগানের গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষরা
উল্লাপাড়া প্রতিনিধিঃ
উল্লাপাড়ায় পূর্ব শত্রুুতার জেরধরে রাতের অন্ধকারে বাগান থেকে ১শত,৫১ টি গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষররা ।
ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া উপজেলার পাচিলা গ্রামে। বাদী মো:রফিকুল ইসলামের মামলার বিবরণে জানা যায়, নালিসি তপশীল বর্ণীত ভূমি আর, এস,রেকর্ডীয় প্রজা রিয়াজ উদ্দিনের নিকট হতে দানপত্র মুলে ৪৩ ডিসিমাল জমি দলিল মূল্যে তিনি প্রাপ্ত হইয়া দীর্ঘ দিন ধরে নাম জারী কেস মূল্যে নিজ নামে নামজারী করে ভোগদখল করে আসে। আমার প্রতিপক্ষ: তারা মিয়া,শফিকুল ইসলাম ও আলমগীর হোসেন গত ৩ নভেম্বর বাগান থেকে ১ শত ৫১ টি ইউক্লিপটার গাছ কেটে আমার বাগানের ব্যাপক ক্ষতি সাধন করে। শুধু তাই নয়, আরও অবশিষ্ট ২ শতটি ইউক্লিপটার গাছ কেটে নিতে পারে। অথবা আমার জান ও মালের ক্ষতি সাধন করতে পারে।
বাদী জানায় বিবাদীগণ আমাকে বিভিন্ন সময় প্রাণ নাসের হুমকি ধামকি প্রদান করছে। তাই যেকোন সময় আমার জমি দখল সহ জানমালের ক্ষতি করতে পারে। বিজ্ঞ আদালতের মাধ্যমে আইনী বিচারের জন্য প্রার্থনা করেছি।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া,সিরাজগঞ্জ
২৭/১১/২০২৩