উল্লাপাড়ায় পাটের গুদাম সহ ১০ টি দোকানে আগুন, ৫ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে
উল্লাপাড়াপ্রতিনিধিঃ
উল্লাপাড়ায় দোকানের খাজনা দেয়া না দেয়া নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে রনক্ষেত্রে পরিনত হয়েছে । এ সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ১৫ জন আহত হয় । এ সংঘর্ষ চলাকালীন সময় উল্লাপাড়া পৌর শহরের ২ টি পাট গুদাম, ১ টি তেল গুদাম সহ প্রায় ১০ টি দোকানে আগুন ধরিয়ে দেয় হয় ।
প্রত্যক্ষ দর্শিরা জানান বুধবার বেলা ১০ টার দিকে পৌর কাচা বাজারে চরসাদবারিয়া গ্রামের আমিনুল সরকারের ছেলে মামুনের সাথে ঝিকড়া তালুকদার পাড়ার বাবলুর মধ্যে দোকানের খাজনা দেয়া না দেয়া নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির জের ধরে ব্যাপক সংঘর্ষ বাধে। এতে প্রায় উভয় পক্ষের ১৫ জন আহত হয় । আহতদের মধ্যে মামুন ও শাহিনের অবস্থা গুরুতর । এদের কে বগুড়া ও সিরাজজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উভয় পক্ষের মধ্যে ধাওয়া- পালটা ধাওয়া চলাকালীন সময় বেলা ১১ টার দিকে পৌর শহরের টিন পট্টি, পাট বন্দরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ২ টি পাট গুদাম, ১ টি তেলের গুদাম সহ প্রায় ১০ টি দোকানে আগুন ধরিয়ে যায় । সবগুলো গুদাম ও দোকানের মালাল পুড়ে ছাই হয়ে যায় । আগুন নেভানোর জন্য উল্লাপাড়া, শাহজাদপুর, বেলকুচি, তাড়াশ ও কামারখন্দ ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট সহ সেনাবাহিনি, পুলিশ ও সাধারন জনগন আগুন নেভানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে । বিকেল সাড়ে ৩ টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এনেছে । সাতবাড়িয়া, চরসাতবাড়ির গ্রামের লোকদের সাথে ঝিকড়া তালুকদার পাড়ার মধ্যে মাঝে মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়া চলছে ।
এদিকে এ ঘটনায় আতংকিত হয়ে উল্লাপাড়া বাজারের সব দোকানের মালিকেরা ক্ষতি ও লুটতরাজের আশংকায় দোকান থেকে মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছে । এ বিষয়ে উল্লাপাড়া বনিক সমিতির সাধারণ সম্পাদক এস এম জাহিদুজ্জামান কাকনের সংগে তার মুটো ফোনে রিং দিলে তিনি রিছিব করেন নি ।
এ বিষয়ে বিকেল সাড়ে ৩ টার দিকে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশ মাস্টার মোঃ নূরুল ইসলাম বাবুর সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করলে তিনি জানান আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে । তবে সম্পুর্ন নিয়ন্ত্রণে আনতে আরো কিছুটা সময় লাগবে । তবে ক্ষয়ক্ষতির পরিমাণ একখনো নিরপন করা হয়নি ।
বিকেল ৪টায় উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে । আইন -শৃঙ্খলা সাভাবিক রয়েছে ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
০৭/০৮/২০২৪