উল্লাপাড়ায় নিজ ট্রাকের চাপায় ট্রাকমালিকের মৃত্যু
উল্লাপাড়া প্রতিনিধিঃ
উল্লাপাড়ায় ট্রাক উল্টে ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেলেন ট্রাকের মালিক নূর মোহাম্মদ । সে চাঁদপুর জেলার মতলব উত্তর ছেংগাচর পৌরসভার তিতারকান্দি গ্রামের মৃত আব্দুল গনি সরকারের ছেলে । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার পল্লীবিদ্যুৎ সমিতির সামনে ।
উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করেছে ।
প্রত্যক্ষদর্শীরা জানায় পাবনা জেলার বেড়া হাট থেকে ২৫ টন গম বোজাই দিয়ে লালমনিরহাটে যাওয়ার পথে ঘটনা স্থলে আসলে ট্রাকের চাকা ফেটে যায় । চাকা খোলার জন্য জ্যাগ লাগিয়ে উচ্চ করার সময় ট্রাকটি উল্টে যায় । এ সময় ট্রাক ও গমের বস্তার নীচে চাপা পড়ে ট্রাকের মালিক নূর মোহাম্মদ মারা যায় ।
মোঃ আব্দুস সাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
২৪/১২/২০২৪