উল্লাপাড়া

উল্লাপাড়ায় নদীর দুপাড়ের মাটি কেটে নিচ্ছে মাটি খেকো ব্যবসায়ীরা

 

উল্লাপাড়া প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ার দূর্গানগর ইউনিয়নের হেমন্তবাড়ী এলাকায় ফুলজোর নদী খনন করে পাড়ে রাখা মাটি দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে ট্রাক ভর্তি করে বিক্রি করার সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি বাহী ৬ টি ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারী ধংস করে দেওয়া হয়েছে । বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্মিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ উজ্জল হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জল হোসেন বলেন উপজেলার দুর্গানগর ইউনিয়নের হেমন্তবাড়ী এলাকায় নদী খননের মাটি রাতের বেলায় গোপনে কেটে নেওয়া হচ্ছিলো। এলাকার লোকজন এ নিয়ে অভিযোগ করায় রাত সাড়ে দশটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মাটি কাটার সাথে জড়িতদের সেখানে পাওয়া যায়নি বলে জানা তিনি ।

জানা যায় উল্লাপাড়ার শাখা নদীগুলোর উৎসে দীর্ঘ দিন যাবৎ পানি প্রবাহ না থাকায় ,নদী গুলো নাব্যতা হারিয়ে ফেলে । কৃষি কাজে ব্যাপক হারে গভীর নলকুপ ব্যবহার হওয়ায় ভুগর্ভস্থ পানির স্তর আশংকাজনক হারে নীচে নেমে যায় । এতে ব্যাহত হয় কৃষি উৎপাদন, বিরূপ প্রভাব পড়ে জলবায়ুতে । ওই সকল সমস্যা থেকে উৎতরণের লক্ষে উপজেলার হারিয়ে যাওয়া নদীগুলোর পুনঃ খনন ও নদীর দুপাড় বাধার কাজ জরুরি হয়ে পড়ে । যাতে নদীর দুপাড়ের কৃষি জমির উর্বরতা বৃদ্ধির ফলে ফসল উৎপাদন বেশী হয় ।

কৃষি ও জলবায়ু উন্নয়নে সরকারের গৃহিত দেশের ৬৫ জেলার অভ্যান্তরিণ নদী, খাল ও জলাশয় পুনঃ খনন প্রকল্পের আওতায় গত ২০২০-২০২১ এবং ২০২১-২০২২ অর্থ বছরে উল্লাপাড়ার করতোয়া নদীর শাখা ফুলজোর নদীর কুঠিবাড়ী হতে উল্লাপাড়া পৌর শহরের ভীতর দিয়ে শাহজাদপুর উপজেলার চর আঙ্গারু পর্যন্ত সাড়ে ২৬ কিঃমিঃ নদী ১৪ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে পুনঃ খনন এবং করতোয়া নদীর শাখা বিল সূর্য নদী উল্লাপাড়া পৌর শহরের উত্তর পাশ দিয়ে এনায়েতপুর হেলিপোর্ট থেকে কয়ড়া পর্যন্ত ১২ কিলোমিটার নদী ২০ কোটি টাকা ব্যয়ে পুনঃ খনন করে নদীর দুপাড় বেধে দেয়া হয় ।

নদী দুটি পুনঃ খনন করে পাড় বেধে দেয়ায় দুপাড়ের কৃষি জমিতে নির্দিষ্ট সময় পর্যন্ত পানি জমে থাকায় জমির উর্বরতা বৃদ্ধি পায় । ফলে ফসল উৎপাদন আগের চেয়ে অনেক গুণ বেড়ে যাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে । সেই কৃষকের মুখের হাসি কেরে নিচ্ছে এক শ্রেণির মাটি খেকো ব্যবসায়ীরা । বেশ কিছুদিন ধরে মাটি খেকো ব্যবসায়ীরা ওই দুই নদীর দুপাড়ের মাটি ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ট্রাক যোগে বিভিন্ন জায়গায় বিক্রি করছে । এতে লাভবান হচ্ছে ওই অসাধু মাটি খেকো ব্যবসায়ীরা । আর ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক । এতে সরকার যে উদ্দেশ্যে কোটি কোটি টাকা খরচ করে নদীগুলো পুনঃ খনন করেছে তা ভেস্তে যেতে বসেছে । নদীর দুপাড় থেকে মাটি কেটে নেওয়ায় আগামী বর্ষা মৌসুমেই নদীগুলো ভরে পূর্বের অবস্থায় ফিরে আসবে বলে আশংকা করছে নদী পাড়ের মানুষ । সেই সাথে নদীর দুপাড়ের বাড়ি -ঘর ভেঙ্গে নদী গর্ভে বিলিন হয়ে যাওয়ার আশংকাও রয়েছে । মাঝে মধ্যে উপজেলা প্রশাসন থেকে ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা করলেও মাটি কাটা বন্ধ হয়নি ।
উপজেলার বিল সুর্য নদীর চকিদহ ব্রীজ এলাকায় গিয়ে দেখা যায় রাতের অন্ধকারে ভেকু মেশিন দিয়ে নদীর দুপাড়ের মাটি কেটে ট্রাক ভর্তি করে নিয়ে বিক্রি করেছে বিভিন্ন স্থানে । ওই মাঠে খেত নিড়ানো কৃষকেরা জানায় এলাকার প্রভাবশালী ব্যক্তিরা রাতের অন্ধকারে নদীর দুপাড়ের মাটি কেটে ট্রাকে করে নিয়ে অন্যত্র বিক্রি করছে । এতে আগামী বর্ষা মৌসুমেই নদী ভরাট হয়ে পূর্বের অবস্থায় ফিরে আসবে এবং নদীর দুপাড়ের বাড়ি -ঘর ভেঙ্গে নদী গর্ভে বিলিন হয়ে যাওয়ার আশংকাও রয়েছে ।
একই অবস্থা ফুলজোর নদীর দুপাড়ের । রাতের অন্ধকারে মাটি কেটে নিয়ে বিক্রি করছে মাটি খেকো ব্যবসায়ীরা । ফুলজোর নদী পাড়ের হেমন্তবাড়ি গ্রামের মোঃ জাহাঙ্গীর হোসেন হেলাল জানান নদীর দুপাড়ের মাটি কাটা বন্ধ করার জন্য তার বড় ভাই মোঃ আলমগীর হোসেন সিরাজগঞ্জ কোর্টে একটি মামলাও করেছেন তাও মাটি কাটা বন্ধ হয়নি । মাঝে মধ্যে উপজেলা প্রশাসন থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমান করলেও মাটি কাটা বন্ধ হয়নি ।।

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

২৩/০৪/২০২৩