উল্লাপাড়ায় দোকান খোলায় লাঠিপেটায় আহত ৪, চৌকিদার আটক
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সামাজিক দুরত্ব বজায় না রাখার অপরাধে পূর্ণীমাগাঁতী ইউনিয়নের দায়িত্বরত চৌকিদার বড়হর ইউনিয়নের ভূতবাড়িয়া গ্রামে প্রবেশ করে স্থানীয় দোকান্দারসহ ৪ জন কে বেধর লাঠিপেটা করে আহত করেছে।
আহতরা হলেন ভূতবাড়িয়া গ্রামের দোকান্দার নূর ইসলাম(৩০), তার মা নুর জাহান খাতুন (৫০), ভাই,নুর নবী (২৮) এবং একই মহল্লার ময়নালের ছেলে মোস্তফা (২৩) ।
শুক্রবার সন্ধ্যার দিকে পূর্ণীমাগাঁতী ইউনিয়নের চৌকিদার ফনিন্দ্রনাথ ও মঞ্জু মিয়া গোয়ালজানি ও হাটদেলুয়া গ্রামে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে বিভিন্ন দোকানপাট বন্ধকরা ও লোকসমাগম কমাতে নিয়মিত টহল দেয়। গোয়ালজানি টহল শেষে পার্শ্ববর্তী বড়হর ইউনিয়নের ভূতবাড়িয়া গ্রামে প্রবেশ করে। সেখানে দোকান খোলা দেখে চৌকিদার ফনিন্দ্রনাথ দোকান্দার নুর ইসলামকে লাঠি দিয়ে আঘাত করলে মাথা ফেটে যায়। এসময় তার মা নুর জাহান ছোটভাই নুরনবী এবং প্রতিবেশী মোস্তফা এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে রক্তাক্ত করে।
এ ঘটনায় বিক্ষুব্ধ গ্রামবাসী চৌকিদারকে আটক করে এবং বড়হর ইউপি চেয়ারম্যান জহুরুল হক নান্নুর হেফাজতে চৌকিদার ফনিন্দ্রনাথকে সপর্দ করে। পরে চেয়ারম্যান পুলিশকে খবর দিলে পুলিশ ফনিকে থানায় নিয়ে যায়। এর পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।বড়হর ইউপি চেয়ারম্যান মোঃ জহুরুল হক নান্নু ঘটনার সত্যতা স্বীকার করেন এবং ওই চৌকিদারকে পুলিশের কাছে সপর্দ করা হয়েছে বলে জানান ।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান জানান পূর্ণীমাগাঁতী ইউনিয়নের চৌকিদার যে কাজটি করেছে তা মোটেও ঠিক করেনি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।