উল্লাপাড়া

উল্লাপাড়ায় দুস্থদের মাঝে কাপড় বিতরণ

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

ঈদুল ফিতর উপলক্ষে সোমবার এসবি মানব কল্যাণ সংস্থার আয়োজনে সমাজের দুঃস্থ অসচ্ছল অসহায় মানুষদের মাঝে কাপড় বিতরন করা হয় । সোমবার উল্লাপাড়া প্রেস ক্লাবে আয়োজিত কাপড় বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা দুঃস্থদের হাতে কাপড় তুলে দেন । এর আগে কাপড় বিতরনী অনুষ্ঠানের সভাপতি উল্লাপাড়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুস ছাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শামীম হাসান, সাংবাদিক কল্যাণ ভৌমিক, এ আর জাহাঙ্গীর ও এসবি মানব কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক সজীব আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বিশিষ্ট উপস্থাপক মোঃ ইউসুফ আলী মন্টু। কাপড় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক মোঃ সাহেব আলী, রাজু আহমেদ সাহান, আবু বকর সিদ্দিক বাবু ও রায়হান আলী, আমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে আগত দুস্থদের মধ্যে শতাধিক শাড়ী, পাঞ্জাবী, কামিজ ও ফ্রগ বিতরণ করা হয়।