উল্লাপাড়ায় দুঃস্থদের মাঝে টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গরিব- দুঃস্থদের মাঝে বিনা মূল্যে টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে । মঙ্গলবার উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে ৬নং দূর্গানগর ইউনিয়ন পরিষদের এল জি এস পি-৩ প্রকল্পের আওতায় দূর্গানগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২০টি পরিবারের মাঝে ২০ টি টিউবওয়েল ও ১৯ টি পরিবারের মাঝে ১৯ টি সেলাই মেশিন বিতরণ করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান ।
এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, উপজেলা আওয়ামিলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আফছার আলী প্রমুখ ।