উল্লাপাড়া

উল্লাপাড়ায় তাঁত শ্রমিক এখন রিক্সা চালক

 

মোঃ আব্দুস ছাত্তার, উল্লাপাড়া প্রতিনিধিঃ

 

তাঁতে তৈরি শাড়ি কাপড়ের এখন দুর্দিন চলছে । হাটে-বাজারে তাঁত শাড়ি বিক্রি করতে না পাড়ায় অনেক তাঁত মালিক তাঁত শাড়ি উৎপাদন বন্ধ করে দিয়েছে । ফলে উল্লাপাড়া উপজেলায় প্রায় ৮২ হাজার তাঁত শ্রমিক বেকার হয়ে পড়েছে । এদের মধ্যে অনেকেই স্ত্রী-সন্তান নিয়ে কাজ-কর্ম না থাকায় কষ্টে দিনাতিপাত করছে । কেউ এখন দিন মজুর, হকারি অথবা কেউ কেউ ভারায় রিক্সা চালিয়ে যা আয় হয় তাই দিয়ে দিন পার করছেন ।
আবার অনেক ক্ষদ্রতাঁত ব্যবসায়ী, সুতা ও রং ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে তাঁতশিল্পের ব্যবসা বন্ধ করে হাটে-বাজারে হকারি করে জীবিকা নির্বাহ করছে ।
উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের সিংহগাঁতী গ্রামের তাঁত শ্রমিক মোঃ আব্দুল মোন্নাফ এ প্রতিবেদককে জানায় বাবার সংসারে সাদসল্যতা না থাকায় ছোট বেলা থেকেই তাঁত শ্রমিক হিসেবে কর্ম শুরু করি । তখন এক পিছ শাড়ি কাপড় বুনালে ১৮০ টাকা মজুরি পাওয়া যেতো । তাতে সপ্তাহে ১৪ পিছ শাড়ি কাপড় বুনালে ২ হাজার ৫ শত ২০ টাকা মজুরি পাওয়া যেতো । এ মজুরিতে বাবা-মা নিয়ে সাদ ছন্দে সংসার চলে যেতো । কিন্তু বর্তমানে পাওয়ার লুম আসায় প্রতি পিছ শাড়ি কাপড়ের বুনানোর মজুরি দেয় শুধ ৮০ টাকা । সপ্তাহ শেষে মজুরি পাওয়া যায় ১ হাজার ১২০ টাকা । যা দ্বারা বর্তমান এই উর্দমুখি বাজারে সংসার চালানো কঠিন হয়ে পরেছে । তাই তাঁত শ্রমিকের কাজ বাদ দিয়ে ভারায় রিক্সা চালাই । দিন শেষে রিক্সার জমার টাকা দিয়ে যা বাঁচে তাই দিয়ে কোনো মতে দিন পার করছি ।
উল্লাপাড়া উপজেলা দূর্গানগর ইউনিয়নের দাদপুর গ্রামের ক্ষুদ্র তাঁত ব্যবসায়ী মোঃ ওয়াজেদ আলী জানান ৩ টি তাঁত নিয়ে ব্যবসা শুরু করে ৫ টি তাঁত করেছিলাম কিন্তু করোনা কালিন সময়ে সুতা ও রং এর দাম বৃদ্ধি পাওয়ায় কাপড় বুনায়ে তা হাট-বাজার নিয়ে লোকসান দিয়ে বিক্রি করতে হতো । করোনার সুযোগে উপজেলার বালশাবাড়ি ববাজারের সুতা ও রং ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সুতা ও রং এর মুল্য বারিয়ে দেওয়ায় ব্যবসায় লোকসান খেতে খেতে সয়সম্বল হারিয়ে এখন বিভিন্ন হাট-বাজারে ইলেক্ট্রক এলইডি বাল্ব ফেরি করে বিক্রি করছি । এখান থেকে যা আয় হয় তাই দিয়ে স্ত্রী-সন্তান নিয়ে কোনোমতে দিন যাচ্ছে ।
এ বিষয়ে উল্লাপাড়ার বালশাবাড়ি বাজারের বিশিষ্ট তাঁত ও কাপড় ব্যবসায়ী, দূর্গানগর ৩ নং ওয়ার্ড তাঁত সমিতির সভাপতি ও দূর্গানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল কাদের ব্যাপারীর সাথে কথা বললে তিনি জানান সুতা ও রং এর মূল্য বৃদ্ধি পাওয়ায় সে হিসেবে কাপড়ের মূল্য না পাওয়ায় অনেক তাঁত ব্যবসায়ী তাঁত বন্ধ করে দিয়েছে । এতে অনেক তাঁত শ্রমিক বেকার হয়ে পড়েছে । সিন্ডিকেটের বিষয়ে তিনি জানান মাঝে মধ্যে সুতা ও রং ব্যবসায়ীরা সিন্ডিকেট করে তবে এদের বিরুদ্ধে কেও ব্যবস্থা নেয় না । এদের বিরুদ্ধে বয়বস্থা নেওয়া উচিত ।

 

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
২১/০৫/২০২৩